সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে পার্শ্ববর্তী একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ মার্চ) ইফতার সময় ৬টার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রনে কাজ করছে বলে জানা গেছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন গণমাধ্যমকে বলেন, এমসি কলেজের টিলায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানা যায়নি।