সিরাজুল ইসলাম ::
মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা পাথারিয়া পাহাড় থেকে এক দিনমজুর যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। নিখোঁজের এক দিন পর আজ রোববার ২২ ডিসেম্বর দুপুরে গোপাল ভাগতি (৩৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপাল ভাগতি বড়লেখা উপজেলার সমনভাগ চা-বাগানের বাসিন্দা অখিল ভাগতির ছেলে। গোপাল শনিবার ২১ ডিসেম্বর সকালে বাঁশ কাটতে সীমান্ত এলাকার গহিন পাহাড়ে যান। পরে আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাঁর সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে যান। আজ সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় কিছু চা-শ্রমিক সীমান্ত কাছে একটি লাশ পড়ে থাকতে দেখে বিজিবি কে জানায়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম জানান, রবিবার সকালের দিকে কিছু চা বাগান শ্রমিক বিজিবি বিওসিটিলা বিওপির টহল দলকে জানায় যে, সীমান্ত পিলার ১৩৯১/২-এস এর নিকটবর্তী এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে তারা দেখেছেন। বিষয়টি তারা থানা পুলিশকে অবহিত করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ বিওসি টিলা বিওপির টহল দল তৎক্ষণিক পুলিশ সাথে নিয়ে নিহতের স্বজনসহ দ্রুত ওই এলাকা তল্লাশী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১৩৯১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি লাশের সন্ধান পায়। পরে স্বজনরা নিহত গোপাল বাক্তির লাশ শনাক্ত করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তবে, তার (নিহত গোপালের) দেহে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য নিহতের লাশ বড়লেখা থানায় সোপর্দ করা হয়। পুলিশ কর্তৃক ময়নাতদন্ত শেষে নিহতের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা হবে।