নিজস্ব প্রতিবেদক:: আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটের ওসমানীনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (০৩ ডিসেম্বর)মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীর, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন, উপজেলা জামায়াতের নায়বে আমির রেজুয়ানোর রহমান চৌধুরী শাহিন, উপজেলা প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, ওসমানীনগর থানার এসআই নূর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, উপজেলা ন্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: সাবিকুন নাহার, সহকারী প্রাখমিক শিক্ষা কর্মকর্তা সানাউল হক সানী, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, মৎস্য কর্মকর্তা মাশরুপা তাসলীম, কৃষি কর্মকতা উম্মে তামিমা, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিদ, তথ্য কর্মকর্তা শাহরিন সুলতানা, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, তাজপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, তাজপুর ইউপি জামায়াতের আমির মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, সদস্য এমদাদুর রহমান খান। সভায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠানমালার মাধ্যমে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে সিদ্ধান্ত গ্রহন করা হয়।