ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে ও ব্র্যাকের জেলা সমন্বয়কারী অণিক আহমেদ অপুর পরিচালনায় বক্তারা বলেন, “ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম বর্তমানে প্রত্যাশা-২ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে ওসমানীনগরের মানুষ বিদেশে অনিরাপদভাবে যাবার করুণ পরিণতি সম্পর্কে জানতে পারছে, সচেতন হচ্ছে।
পাশাপাশি বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পুনরেকত্রীকরণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক। আমরা সবাই মিলে বিদেশ-ফেরতদের পাশে থাকবো। বিদেশে যাওয়ার আগে আমাদের জানতে হবে আমরা কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি। বিদেশ থেকে ফিরে এসে সবাই সরকারকে দায়ি করি কিন্তু আমরা নিজে সচেতন নেই। বিদেশগামীদের দক্ষতা অর্জনের বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যাচ্ছেন তাদেরকে অবশ্যই যে কাজ করতে যাচ্ছেন সেই কাজ আর সে দেশের ভাষা শিখে দক্ষ হয়ে সঠিক পথে বিদেশে যেতে হবে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার পিকলু দাশের সার্বিক সহযোগিতায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিলেট এমআরএসসি কো-অর্ডিনেটর শুভাশীষ দেবনাথ।
কর্মশালায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মমতাজ বেগম,সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়,মঙ্গল চন্ডি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ হাসান,কবি ও লেখক মোসাহিদ আলী,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল,অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী,বিদেশ ফেরত অভিবাসী সাহেদা বেগম ও রহমত আলী।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশ-ফেরত অভিবাসী ও অভিবাসী ফোরাম সদস্য উপস্থিত ছিলেন ।