ওসমানীনগরে ফের সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার

ওসমানীনগরে ফের সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় চিনি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে ফের সাড়ে ১১লক্ষ টাকার ১৯৮বস্তা ভারতীর চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরাচালানকৃত চিনি পাচারকালে ৩জনকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত ২৯ অক্টোবর মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর এলাকা থেকে ট্রাকবোঝাই ১৯৮ বস্তা ভারতীয় চিনি সহ ৩জনকে পুলিশ আটক করে।আটককৃতরা হলো, সিলেট এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামের আব্দুল বারিক কলমদর আলীর ছেলে জুবায়ের আহমদ (২৪), দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকার রফিক মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৩) ও বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তেরাব আলীর ছেলে তারেক মিয়া (২৩)। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ওসমানীনগর থানা(মামলা নং-১৬) দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর দিবাগত মধ্যরাতে সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে (ঢাকা মেট্রো-ট-২২-৯১৩৫) ট্রাবোঝাই চোরাচালানের ১৯৮ বস্তা চিনিসহ জুবায়ের, হৃদয় ও তারেককে আটক করেপুলিশ। এ সময় চিনি বোঝাই ট্রাকটিকেও চিনি সহ জব্দ করে পুলিশ।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া ফের চিনি উদ্ধার ও ৩জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *