নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বালাগঞ্জে ছাত্রদল নেতা সুহেল হত্যা মামলার আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খলকু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম গৌরীপুর ইউপির আজিজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে বালাগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত খলকু মিয়া ২০১৮সালের ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বালাগঞ্জের আজিজপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার ২নং পলাতক আসামি।
খলকু মিয়াকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বালাগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া বলেন, গ্রেফতারকৃত আসামি খলকু মিয়াকে আগামী কাল সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মামলার অন্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।