নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বালাগঞ্জে স্কুল চলাকালীন ক্লাসে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ের জিত দাস ঈশান, আরাফাত হোসেন ও শুভ দীপ দেবনাথ নামের ৩ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১ দিকে বালাগঞ্জ উপজেলার সদর ইউপির বালাগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণির কক্ষে পাঠদান চলাকালে এই ঘটনাটি ঘটে।
আহত তিন শিক্ষার্থী একই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। আহত ৩ শিক্ষার্থীদের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। আহত শিক্ষার্থীদের অভিভাবকরা অভিযোগ করেছেন কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহন দাস নান্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ে শ্রেণি কক্ষটি অনেক পুরনো ও জরাজীর্ণ হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা প্রদান করা হয়েছে। যেকোনো দূর্ঘটনা এড়াতে আর এই শ্রেণিকক্ষ ব্যবহার করা হবে না।