আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা হবে : এম এ মালিক

আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা হবে : এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক:: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি  এম এ মালিক বলেছেন, আওয়ামী লীগের আমলের সব গুম খুন সন্ত্রাস ও অপকর্মের বিচার হবে। শেখ হাসিনা সব লুঠ করে কোটি কোটি ডলার পাচার বিদেশে করেছে। সিলেটের কোটি মানুষের প্রিয় নেতা এম ইলিয়াস আলীসহ সারা দেশে বিএনপির ৬শ নেতাকে গুম করা হয়েছেন। বালাগঞ্জের শহীদ সায়েম আহমদ সুহেলসহ সারা দেশে অশংখ্য নেতাকর্মীদের খুন করা হয়েছে। গত রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন বালাগঞ্জের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ উপলক্ষে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুড়স্থ সায়েম আহমদ সুহেলর গ্রামের বাড়িতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম এ মালিক।

এম এ মালিক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আইন নিজের হাতে তুলে নিবেন না। অতীতে যারা হত্যা নির্যাতনের শিকার হয়েছেন আমাদের নেতা তারেক রহমান সবার খোঁজ খবর রাখছেন। আইনের মাধ্যমে আওয়ামী লীগের সব অপকর্মের বিচার করা হবে।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের প্রতিষ্ঠাতা সভাপতি আবু জাফর রাসেল, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক খলিলুর রহমান খোকন, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এটিএম হেলাল, সিলেট মহানগর বিএনপির নেতা হুমায়ুন আহমদ মাসুক, সিলেট জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, জেলা ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফুজায়েল খান সাজু, নোমান আহমদ লস্কর।

এর পূর্বে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের প্রখ্যাত বুযুর্গ আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রহ.) কবর জিয়ারত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *