শামীম আশরাফ, লন্ডন থেকে:: আনন্দঘন পরিবেশে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল সৌধ ইন্টারন্যাশনাল লিটারেচার ফ্যাস্টিভাল। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ৩টায় পূর্ব লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয়ের আর্টস ওয়ান স্টুডিওতে, সৌধ ইন্টারন্যাশনাল লিটারেচার ফ্যাস্টিভাল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুলত মিল্টন ও মধুসূদনের সাহিত্যকর্মের আলোচনায় অংশ নেন —বৃটেনের অন্যতম প্রধান কবি ফিওনা সামসন, প্রফেসর পিটার রবিসন, ডক্টর এপ্রিল পাওয়ার ও জন ফার্ন্ডন ।পরে কবিতার সঙ্গে সম্মোহনী সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত পোলিশ ভায়োলিনিস্ট বাসা বার্টজ ও বৃটেনে অন্যতম প্রধান হিন্দুস্থানী ধ্রুপদীসঙ্গীতশিল্পী পন্ডিত চিরঞ্জীব চক্রবর্তী।কপোতাক্ষ’ বলে এক সংক্ষিপ্ত কাব্যনাট্যে অংশ নেন মেধাবী কবি ও অভিনেতা সারয়ার ই আলম, পিনপন নিরবতায় হলভর্তি উপস্থিত বহুজাতিক সংস্কৃতিকর্মী ও দর্শকরা এ পর্ব উপভোগ করেন।
কবি টি এম আহমাদ কায়সার এর কবিতাও পাঠ করেন পন্ডিত চিরঞ্জীব চক্রবর্তী । যেটি খুব মুগ্ধ হয়ে দর্শকরা উপভোগ করেন ।কবিতার দৃশ্যরূপায়নে অংশ নেন বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ।
এছাড়া এ অনুষ্ঠানে গ্রন্থী প্রযোজিত ও কবি শামীম শাহান সম্পাদিত ‘হান্ড্রেড পোয়েটস আরাউন্ড দ্যা ওয়ার্ল্ড’ সংকলনেরও মোড়ক উন্মোচিত হয় ।