ওসমানীনগরের সাড়ে ৮ হাজার কিশোরী পাবে এইচপিভি টিকা

ওসমানীনগরের সাড়ে ৮ হাজার কিশোরী পাবে এইচপিভি টিকা

নিজস্ব প্রতিবেদক:: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা পাবে সিলেটের ওসমানীনগরের সাড়ে ৮ হাজার কিশোরী।  আজ রোববার(২০ অক্টোবর) বেলা আড়াউটার দিকে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার এ সব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুল আহসানের সভাপতিত্বে সেমিনারের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নুছরাত জাহান মৌটুসী।
সেমিনারে বিস্তারিত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাঈনুল আহসান বলেন, ওসমানীনগর উপজেলার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা ১৭৯ কেন্দ্রে এবং গ্রাম পর্যায়ের স্থায়ী ১৯২ ইপিআই কেন্দ্র সহ মোট ৩৭১ কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকা ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন এবং ইপিআই কেন্দ্রে ৮দিন জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধী এ টিকাটি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে টিকা গ্রহণ করতে পারবেন। উপজেলার ৮হাজার ৪শত ৭৯জন কিশোরীকে টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকায় এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উপজেলার সকল স্তরের কিশোরীরগণ টিকা গ্রহণ বাস্তবায়নে সবার সহযোগিতা কমনা করেন তিনি।
সেমিনারে অংশ গ্রহন করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনন্যা জামান মুন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আলা হোসেন, এমটি ইপি আই নিউটন ধর, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ সভাপতি আব্দুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহদ, নির্বাহি সদস্য কয়েছ মিয়া, সদস্য জয়নাল আবেদিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আজিজ, পুরোহিত বিশ্বজিৎ চৌধুরী, বিদ্যুৎ ভট্টাচার্য, মাওলানা আব্দুল মুহাইমিন, মঈন উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ শাহ জুবায়ের, হাবিবুর রহমান সিদ্দিকি, ছাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *