দোয়ারাবাজারে প্রতিমা বিসর্জনে মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব

দোয়ারাবাজারে প্রতিমা বিসর্জনে মধ্যে দিয়ে শেষ হচ্ছে দুর্গোৎসব

আবু সালেহ মোঃ আলা উদ্দিন,দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার  প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বী   সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। রোববার (১৩ অক্টোবর) অশ্রুসজল চোখে সনাতন ধর্মাবলম্বী মানুষ বিসর্জন দেবেন প্রতিমা। ভাঙবে মিলনমেলা হচ্ছে দূর্গোৎসব। দেবী দুর্গাকে বিদায় দিয়ে এই উৎসবের জন্য অপেক্ষা করতে হবে আরও একটি বছর। আর তাই মণ্ডপে মণ্ডপে এখন বিষাদের ছায়া। ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, আরতি, পূজা অর্চনায় কেবলই দেবী দুর্গার বিদায়ের আয়োজন। বিজয়া দশমীতে সারাদেশে ন্যায় দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নের ২০টি পূজো বিভিন্ন  স্থানে সুবিধামতো  এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজয়ার প্রতিমা বিসর্জন দেওয়ার  মাধ্যমে এই বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য।এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।  চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে ‘আনন্দময়ীর’ আগমনে ৯ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। পরবর্তী ৫ দিন দেশব্যাপী পূজামণ্ডপগুলোতে পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায়  ঘোড়ার  চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসেন। ফিরে গেলেন ঘোড়ায়  চড়ে।শাস্ত্র মতে ঘোড়ায় আসা যাওয়া মারামারি বিশৃঙ্খলা বৃদ্ধির আশংকা রয়েছে মঙ্গলবার সকাল থেকে  র্বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে, যা তাঁর বাবার গৃহ। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকের বাদ্য আর গান-বাজনা ছাড়াই একে একে দোয়ারাবাজার সুরমা ও  পান্ডারখাল  নদীসহ  বিভিন্ন  পুকুরে   বিসর্জন দেওয়া হয় প্রতিমা। এ সময় দায়িত্ব পালন করেন। দোয়ারাবাজার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  ও সাধারণ সম্পাদক পূজো উদযাপন পরিষদের সকল সদস্য বূন্দ  ২০টি পুজা মন্ডপের মধ্যে কিছু মণ্ডপে মূর্তি থাকবে ৩ থেকে ৫টি মন্ডপের খবর এসেছে বিসর্জন হয়ে গেছে বাকিগুলোও সন্ধ্যার ভিতরে হয়ে যাবে। 

দোয়ারাবাজার  থানার ওসি  মোঃ  জাহিদুল হক বলেন  সব প্রতিমা এই বিসর্জন হয়ে যাবে  ইতিমধ্যে  সবকটি বিসর্জন হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *