নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬ নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান তৌয়াজিদুল হক তুহিন শাময়িক অসুবিদার জন্য ছুটিতে যাওয়ার কারনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৭ নং ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য,ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির। গত ৬ অক্টোবর রবিবার দুপুরে পরিষদের বিশেষ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নজরুল ইসলাম মনির পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় নজরুল ইসলাম মনির পরিষদের চেয়ারম্যান এবং সকল সদস্যদের কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, নতুন এ দায়িত্ব পাওয়া সর্বপুরি আমার ওয়ার্ডবাসীর অবদান ওয়ার্ডবাসী বার বার আমাকে ভোট দিয়ে সদস্য নির্বচিত করায় আমি এই দায়ীত্ব পাওয়ার উপযোগি হতেপেরেছি।আমি সকলের সহযোগিতা নিয়ে আমার উপর উপর অর্পিত দায়ীত্ব পালন করতে চাই।এবং সকলের সহযোগিতা চাই। উল্লেখ্য,নজরুল ইসলাম মনির সিলেট জগন্নাথ পুর- বিশ্বনাথ- লামাকাজি-টুকের বাজার মিনিবাস ও কোষ্টার মালিক গ্রুপের সাধারণ সম্পাদকসহ,বিভিন্ন সামাজিক সাংগঠনের ও দায়ীত্বে রয়েছেন।