ভারপ্রাপ্ত চেয়াম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেছেন শামীম

ভারপ্রাপ্ত চেয়াম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেছেন শামীম

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা যুক্তরাজ্যে গমন করায় ভারপ্রাপ্ত চেয়াম্যানের দ্বায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান শামসুল ইসলাম শামীম।

বুধবার স্থানীয় সরকার সিলেটের সিনিয়র এসিস্টেন কমিশনার শাহিদুল ইসলাম সুহাগ স্বাক্ষরিত এক আদেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পান তিনি।পরে বৃহস্পতিবার ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শামসুল ইসলাম শামীম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব গ্রহন করেন।

শামসুল ইসলাম শামীম সাবেক মোবারক পুর গ্রামের বাসিন্দা সাবেক একাধিকবারের ইউপি সদস্য আব্দুল ছালিকের পুত্র।

দ্বায়িত্ব গ্রহন করে তিনি ইউনিয়নের উন্নয়নের সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা কামনা করে বলেন, স্থানীয় সরকার আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত করেছেন আমি বিগত দিনের ন্যায়ে সাদিপুরবাসীর জন্য উন্নয়নে কাজ করবো। নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করবো। আমার দ্বায়িত্ব পালনে ইউনিয়নের সর্বস্থরের মানুষের সহযোগীতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *