ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে অভিবক্ত বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক বদরুল আলমের রোগমুক্তিসহ তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রচার সম্পাদক সাইদুর রহমান,ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সাংস্কৃতিক সম্পাদক জিতু আহমদ, কার্যনির্বাহী সদস্য আবু হানিফা ও মো. নুরুল ইসলাম রাফি।
মাহফিলে দোয়া পরিচালনা করেন ক্লাবের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে নানান রোগে শারীরিক অসুস্থতায় ভুগছেন সিনিয়র সাংবাদিক বদরুল আলম চৌধুরী। বর্তমানে তিনি চিকিৎসার জন্য সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।