বালাগঞ্জ প্রতিনিধি::
সারা দেশের ন্যায় পদ হারালেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া। তার স্থলে দায়িত্ব পালন করবেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।
পদ হারিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সকলের নিকট ক্ষমা চেয়ে যা বললেন সদ্য চেয়ারম্যান পদ হারানো ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ❛সম্মানিত বালাগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ও আদাব।
গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমার প্রাণপ্রিয় বালাগঞ্জবাসীর অবদানকে। একটি উন্নত সমৃদ্ধ বালাগঞ্জ বিনির্মানের স্বপ্নকে লালন করে আপনারা দলমত নির্বিশেষে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিগত ২৯ মে’র নির্বাচনে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আপনাদের জন্য কিছু করার সুযোগ সৃষ্টি হওয়ার আগেই আজ উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলাম। আল্লাহ পাক রাব্বুল আলামিনের অশেষ ইচ্ছায় যেটুকু হয়েছে মঙ্গলের জন্য হয়েছে বলে আমি বিশ্বাস করি।
চলার পথে অনেককে অনিচ্ছাকৃত ভাবে কষ্ট দিয়েছি, না জেনে অনেক ভূল করেছি, এরজন্য ক্ষমা প্রার্থী। আপনারা আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সকল দুঃখ কষ্টে আপনাদের পাশে থাকার সুযোগ দেন এবং আমাকে, আমার পরিবারকে ও প্রাণপ্রিয় বালাগঞ্জবাসীকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। পরিশেষে সকলের অকৃত্রিম দোয়া ও আশীর্বাদ কামনা করি। সবাই ভালো থাকবেন, দোয়া’য় রাখবেন।❜
প্রসঙ্গত, চলতি বছরের ২৯ মে’র উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সোমবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে বলা হয়, অপসারণ করা চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। একই দিন আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৪৯৫টি উপজেলা, ৩২৩ পৌরসভার মেয়র ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।