ওসমানীনগরে কমতে শুরু করেছে সবজির দাম

ওসমানীনগরে কমতে শুরু করেছে সবজির দাম

জিতু আহমদ:: দীর্ঘদিন ধরে সিলেটের ওসমানীনগরে দামের দিক থেকে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল সব ধরনের শাক-সবজির দাম। বলতে গেলে গত মাসেই বাজারে ৮০ টাকার নিচে কোনো সবজিই ছিল না। ছাত্র আন্দোলন-বিক্ষোভ শেষ হওয়ার পর এবার স্বস্তি ফিরতে শুরু করেছে শাক সবজির বাজারে । সবজির আমদানি বেশি হওয়ার কারণে দাম কেমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার উপজেলার গোয়ালাবাজার,তাজপুর ও দয়ামীর বাজার ঘুরে দেখা গেছে, গত মাসের তুলনায় এ মাসে প্রতিটি সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। গোয়ালাবাজারে এ সপ্তাহে আলু বিক্রি হচ্ছে ৬০,শসা ৪০,লাউ প্রতি পিছ ৪০-৫০,পটল ৪০,পেঁপে ৪০,ঝিঙ্গা-৮০,কাকরুল ৬০,ঢেরস ৪০,বেগুন ৪০,মূলা ৫০,করলা ৮০ ,মরিচ ২৫০,টমেটো ১৪০-১৬০,গাজর ১০০-১৬০, মিষ্টি কুমড়া ৮০ টাকা।

গোয়ালাবাজারে সবজি কিনতে আসা রুমেল আহমদ বলেন, বাজারে এখন সবজির দাম আগের তুলনায় কিছুটা কম আছে। মনে হচ্ছে সবজির দাম কমে আসতে শুরু করেছে। তবে কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে।

সবজি বিক্রেতা খায়রুল ইসলাম বলেন,এখন বাজারে আমাদানি বেশি হওয়ায় সবজির দাম কিছুটা কমেছে। আমাদানি কমে গেলে আবার সবজির দাম বেড়ে যাবে। কিছু সবজির সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *