কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে দেশকে ধ্বংস করতে চায় জামায়াত বিএনপি : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে দেশকে ধ্বংস করতে চায় জামায়াত বিএনপি : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

জুবেল আহমদ সেকেল :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট দেশে রূপান্তর করেছেন। এই স্মার্ট দেশকে ধংস্ব করার জন্য জামায়াত-বিএনপি কোঠাসংস্কারের নামে অগ্নিসন্ত্রাস,লুটপাট ও ভাঙ্গচুর শুরু করেছে। সবাই মিলে জামায়াত-বিএনপিকে প্রতিহত করতে হবে। তাদেরকে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না।
শুক্রবার বিকেলে সিলেটের ওসমানীনগরের তাজপুর কদমতলায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি  এসব কথা বলেন। 
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর সঞ্চালনায় কর্মীসভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার আফতাব আহমদ, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা,পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, জেলা পরিষদ সদস্য আব্দুল হামিদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান,আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিমা সুলতানা সুমি,কৃষকলীগের সভাপতি আনিসুজ্জামান সেলিম,সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল,  সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল মন্নান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম, আহবায়ক সুজন মাহমুদ, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হাম্মাদ আল হাসান,সাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইছকন্দর আলী, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উকিল মিয়া, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ফারুক মিয়া,উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরীসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন আওয়ামী লীগ নেতা মামুন মিয়া ও গীতা পাঠ করেন উপজেলা আওয়ামভ লীগের সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *