সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আইপিডিসি

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় খাদ্য, নিরাপদ খাবার পানি এবং জরুরি ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা বিতরণ করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড সিলেট শাখা। বন্যার্তদের পাশে দাঁড়াতে আইপিডিসি ফাইন্যান্সের সিলেট শাখার কর্মীবৃন্দ সিলেট মহানগরীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৪টি কলোনি, জৈন্তাপুর উপজেলার ৩টি গ্রাম এবং সুনামগঞ্জ জেলার একটি গ্রামে বহু পরিবারকে প্রয়োজনীয় রেশন, নিরাপদ খাবার পানি এবং জরুরি ওষুধ বিতরণ করেছেন।

পৃথক পৃথক ত্রাণ সামগ্রী বিতরণকালে আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, সমাজের প্রতি আমাদের দায়িত্ব শুধুমাত্র সেরা আর্থিক সেবা নিশ্চিতকরণের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য।  সিলেট বিভাগে ভয়াবহ বন্যার কারণে অসংখ্য মানুষ ঘরহারা হয়েছেন, জীবনধারণের মৌলিক চাহিদাগুলো পূরণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। আমরা সাধ্যমত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে। তিনি দানশীল ও বিত্তবান ব্যক্তিগণ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতেএগিয়ে আসার আহবান জানান।

উল্লেখ্য, বন্যার ভয়াবহ প্রকোপে অনেকে হারিয়েছেন তাদের বাড়িঘর ও জীবিকা। বন্যার পানি কমতে শুরু করলেও, অনেকের বাড়ি এখনও পানির নিচে থাকায় অসংখ্য ব্যক্তি ও তাদের পরিবার আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সামাজিকভাবে দায়িত্বশীল একটি প্রতিষ্ঠান হিসেবে আইপিডিসি এই অঞ্চলের মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছে সর্বোচ্চ প্রচেষ্টায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *