নিজস্ব প্রতিবেদক:: সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের গ্র্যাজুয়েটস আরাফ আল-জামি এবং আনিকা তাহসিন চৌধুরী মাইক্রোসফট ডাব্লিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেয়েছেন। আরাফ আল-জামি ২০২৩ সালের নভেম্বরে মাইক্রোসফট ডাব্লিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করে। আনিকা তাহসিন চৌধুরীও লিডিং ইউনিভার্সিটি থেকে সিএসইতে স্নাতক সম্পন্ন করে এবং মাইক্রোসফট ডাব্লিনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আগস্ট ২০২৪ থেকে যোগদান করার সুযোগ পেয়েছে। লিডিং ইউনিভার্সিটির এই শিক্ষার্থী স্যামসাং রিসার্চ এবং ডেভেলাপম্যান্ট ইন্সিটিউট বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছে।
উল্লেখ্য এই দুই শিক্ষার্থী সম্পর্কে স্বামী -স্ত্রী। লিডিং ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারিগণ তাদের এ সফলতার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং লিডিং ইউনিভার্সিটির সুনামকে এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।