সিলেটে সওজ’র জায়গায় অবৈধ দেয়াল নির্মাণের অভিযোগ

সিলেটে সওজ’র জায়গায় অবৈধ দেয়াল নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর জালালাবাদ এলাকায় সওজ’র জায়গায় অবৈধ দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। অবৈধ দেয়াল নির্মাণ করার ফলে এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গত ১৯ জুন সিলেট সড়ক বিভাগের (সওজ)’র নির্বাহী প্রকৌশলী মোঃ আমীর হোসেন বরাবরে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভোক্তভোগী ও ভুমির লিজ গ্রহিতা অধ্যাপক এম. শফিকুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, সিলেট সওজ এর কাছ থেকে সিসিক’র ৩৮নং ওয়ার্ডস্হ জালালাবাদ থানাধীন শাহজালাল সেতুর এপ্রোচ সড়ক সংলগ্ন তেমুখী শেখপাড়ায় রাস্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে গত ২৪ মার্চ রাতে পাকা দেয়াল নির্মাণ করে  জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একটি দুষ্কৃতকারী চক্র।  পাকা অবৈধ দেয়াল নির্মাণ করার ফলে এলাকার জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। অথচ অধ্যাপক এম. শফিকুর রহমান ১.১০ শতক ভূমি লিজ গ্রহণ করে নিজ খরচে কালভার্ট নির্মাণ করে যথাযথ ভাবে রাস্তা ব্যবহার করে যাচ্ছেন।এ রাস্তা দিয়ে অত্র এলাকার জনসাধারণ ও চলাচল করেন। কিন্তু হঠাৎ করে গভীর রাতে উক্ত জনসাধারণের চলাচলের রাস্তার ওপর এলাকার একটি দুষ্কৃতকারী প্রতারক চক্র অবৈধ দেয়াল নির্মাণ করায় জনসাধারণ ও যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়েছে।
লিজ গ্রহিতা ও দরখাস্তকারী অধ্যাপক এম. শফিকুর রহমান অবৈধ পাকা দেয়াল স্থাপনা অপসারণ করে জনসাধারণে চলাচলের ব্যবস্থা করে দেয়াসহ মহানগর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও দোকান পাটের চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে অনুরোধ জানিয়েছেন।
আলাপকালে শফিকুর রহমান বলেন, লিজকৃত জায়গায় দেয়াল নির্মাণ করে স্হানীয় জনসাধারণের চলাচলে বিঘ্নতা সৃষ্টিকারীদের অপতৎপরতা রোধে গোটা এলাকাবাসী আজ ঐক্যবদ্ব। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *