বন্যাদূর্গত এলাকা চষে বেড়াচ্ছেন প্রতিমন্ত্রীর ভাই

বন্যাদূর্গত এলাকা চষে বেড়াচ্ছেন প্রতিমন্ত্রীর ভাই

ওসমানীনগর প্রতিনিধি ::
বন্যার শুরু থেকেই কোনো জনপ্রতিনিধি না হয়েই বন্যা দূর্গত বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন যুক্তরাজ্য আওয়ামিলীগের কার্যকরী কমিটির অন্যাতম সদস্য ও ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী আনোয়ার।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের গাভুরটিকি গ্রামে আয়শা হাতিমিয়া গাভুরটিকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রান্না করা খাবার বিতরন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ছোট ভাই হামিদুর রহমান চৌধুরী।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের
সভাপতিত্বে ও ইউপি সদস্য শামছুল ইসলাম শামিমের পরিচালনায় বক্তারা বলেন,আপনারা ধৈর্য্য সহকারে বন্যা মোকাবিলা করেন পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। ভয় পাবেন না আপনাদের সাথে সরকার ও প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আছেন। আমরা প্রবাসীসহ সকল বিত্তবানদেরকে আহ্বান জানাই সকল এগিয়ে আসলে আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব ইনশাআল্লাহ।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ ও ইউপি সদস্য স্বপন আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী নাঈম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *