ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে বিষাক্ত সাপের কামড়ে সাহিদুল হক নামের এক তরুনের মৃত্যু এবং সাব্বির বিন সিদ্দিক নামের এক কিশোর আহত হয়েছে। সাহিদুল উপজেলার বুরুঙ্গা ইউনয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে এবং সাব্বির গোয়ালাবাজার ইউনিয়নের পূরকায়স্থপাড়া জামে মসজিদ ঈমাম আবু বকর সিদ্দিকের ছেলে।
জানা যায়, গত সোমবার সকালে পূর্ব তিলাপাড়া গ্রামে সাহিদুল হক মাছ ধরতে গেলে তার কপালে বিষাক্ত সাপ কামড়ে দেয়। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এর আগে রবিবার সকালে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে পুরকায়স্থাপাড়া গ্রামে একটি বিষাক্ত সাপ কামড় দেয় সাব্বিরকে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট শহীদ শামছুদ্দিন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয় এবং বর্তমানে সে সুস্থ আছে বলে জানিয়েছেন তার পিতা আবুবকর ।
বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান বলেন, শুনেছি মাছ ধরতে গেলে ওই তরুনকে বিষাক্ত সাপ কামড়ে দিলে সে মারা যায়। তার কপালে সাপের কামড়ের চিহ্ন রয়েছে।