ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট -২ আসেন সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর ব্যাক্তিগত তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সমাগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলার উছমানপুর ইউনিয়নের মিরপুর,ইছামতি,থানাগাও মোহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,থানাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,ময়না বাজার ও মাদার বাজারের পানিবন্দি ৩ শতাধিক মানুষুষের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উছমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
শামীম আহমদ চৌধুরী পরিচালনায় ও সভাপতি ডাক্তার তখলিছ আলীর সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,লন্ডন দ্যা ব্রিকলেন জামে মসজিদের চেয়ারম্যান হামিদুর রহমান চৌধুরী আনোয়ার,ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন,কৃষি বিষয়ক সম্পাদক মনজুরুর রহমান মনজু,দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না,সদস্য খালিছ মিয়া,উপজেলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুস ছালিক, দূর্যোগ ও ত্রান বিযয়ক সম্পাদক ফরুক আহমদ,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবির,সদস্য তারেক মনোয়ার, ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজানুল আবেদীন নোবেলসহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এনামুল হক।