বাংলা ভিউ ডেস্ক::
সিলেটে গত তিন বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমায় কিছুটা স্বস্তি ফিরেছে পানিবন্দি মানুষের মাঝে ।তবে সিলেট বিভাগে আবারও ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।শুধু সিলেট নয় আরোও তিন বিভাগে এই ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ও আগামীকাল মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন বলেন, সিলেটে গত তিন দিন বৃষ্টিপাতের পরিমাণ কম ছিল। তবে আগামী কয়েকদিন সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।