ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন আনা ও সিনিয়র সহ সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুল মতিনের উদ্যোগে এবং বন্ধুমহলের সার্বিক সহযোগিতায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার গোয়ালাবাজার ইউনিয়নের পুরকায়স্থপাড়া, গ্রামতলা ও বুধরপুর গ্রামের বন্যা কবলিত পরিবারগুলোর বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দেয়া হয়। ত্রাণ বিতরণ কালে স্বাস্থ্য সহকারী রফিক মিয়া ও সিএইচসিপি দিপক ধর বন্যার্তদের মধ্যে বিনামূল্যে ঔষধসহ স্বাস্থ্য সেবা প্রদান করেন।
জানা যায়, প্রতিবারের মতো সাংবাদিক আনোয়ার হোসেন আনা ও আব্দুল মতিন বন্যার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলে সহযোগিতার হাত প্রসারিত করে বন্ধুমহল ও তাদের আত্মীয় স্বজন ও মঙ্গল আলোয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি নার্গিস সুলতানা। তাদের সহযোগিতায় ১৬১টি পরিবারের মধ্যে সাড়ে ৭ কেজি হারে চাল, ১কেজি হারে ডাল ও ৫০০ এমএল হারে সোয়াবিন তেল প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির আহমদ, সমাজেসেবক মুকিদ মিয়া, ব্যবসায়ি জাহির আলী, বন্ধু মহলের সুজন দেব, দিলোয়ার হোসেন, বশির মিয়া, বিভাস দেব, অজিত দেব,স্কাউটার এবং রেডক্রিসেন্ট সদস্য শিক্ষার্থী জয়, জাহেদ, মুজাক্কির, জিয়া, সিদ্ধার্থ প্রমূখ। দুযোর্গময় এই মুহুর্তে বন্ধু-বান্ধব ও প্রবাসী আত্মীয় স্বজনের আর্থিক সহযোগিতায় উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন আনা ও আব্দুল মতিন।