সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে বিত্তবানদের দাঁড়াতে হবে : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বন্যার মতো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে আমাদের সকলকে দাঁড়াতে হবে। বন্যা মোকাবেলা কিংবা কৃষি মৎস্যখ্যাতের উৎপাদন বৃদ্ধি করতে এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন এলাকায় নদী পুনঃখনন প্রক্রিয়া চলমান রয়েছে। তবে নিজেদের প্রয়োজনে যাতে আমাদের আশপাশের খাল-বিল, নদী-নালা-হাওর যাতে ভরাট বা অবৈধ দখল না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর বেশি বেশি করে বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় আমরা সহজেই বন্যাসহ সকল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করতে পারব। শনিবার (২২ জুন) সকাল থেকে রাত পর্যন্ত ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি আলাউর রহমান আলা, যুগ্ম সম্পাদক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরোনদয় পাল ঝলক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা দুদু মিয়া। অনুষ্ঠান গুলোতে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন, চিনিসহ বিভিন্ন প্রকারের মসলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *