প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খবর রাখছেন: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খবর রাখছেন: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বন্যা, খরা, বৃষ্টি এইগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক নিয়মে এগুলো হয় তাই আমরা চাইলেও কেউ আটকাতে পারবো না কিন্তু তার মোকাবেলা করতে পারি। সকল দূর্যোগের মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় আমরা অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ সফলভাবে মোকাবেলা করেছি। তিনি শুক্রবার (২১ জুন) দিনব্যাপী ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা, তাজপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও বানভাসি মানুষের মধ্যে ত্রাণ, নগদ অর্থ এবং রান্না করা খাবার বিতরণকালে একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছেন। পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের পাশাপাশি  আমাদের নির্দেশ দিয়েছেন যেন আমরা প্রতিটি বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দেই।  আমরা স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ  প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে এবং ঘরে ঘরে ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার পৌঁছে দিচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জাহানারা বেগম, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক চেয়ারম্যান খালেক আহমদ লটই, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মন্নান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি লেবু মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শানুর মিয়া, শফিকুল ইসলাম, গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ফয়জুল হক, ইউপি সদস্য বেলাল আহমদ, দিলওয়ার আহমদ, বুরুঙ্গা ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, মেনন দেব, আব্দুল মোমিন, সাদিকুর রহমান খান, দিপংকর দেব শিবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *