ওসমানীনগরে বন্যার্তদের মাঝে প্রবাসীর ত্রাণ বিতরণ

ওসমানীনগরে বন্যার্তদের মাঝে প্রবাসীর ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২১ জুন) শুক্রবার আড়াইটায়  হাজী আয়মত খান ও খায়রুন বেগম ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পশ্চিম বুরুঙ্গা  ও খয়েরপুর এলাকার দুই শতাধিক বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রথমপাশা গ্রামের সাবেক মেম্বার হাজী আজমত খান, হাজী আয়মত খান ও খায়রুন বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি সেলিম খান, সাধারণ সম্পাদক জামাল খান সামছু, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, শিক্ষক ফুল মিয়া, ছালিকুর রহমান ছালিক, মদরিছ খান, হান্নান খান, গৌছ আলী, এমদাদুর রহমান খান, রাবেল খান, আনছার মিয়া, ফারুক মিয়া, ফজলু মিয়া, আব্দুল গফুর, মন্জুর হোসেন প্রমুখ। হাজী আয়মত খান ও খায়রুন বেগম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসি জামাল খান সামছু বলেন, বন্যার্ত মানুষের পাশে আমরা রয়েছি, যতদিন বন্যার পানি থাকবে আমাদের সাধ্যমত বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করে যাব। বন্যা আসার কারণে মানুষের কাজ না থাকায় অর্থের অভাবে কষ্টে আছে। আমাদের মত অন্যান্য প্রবাসিরাও এগিয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *