নিজস্ব প্রতিবেদক::বন্ধুত্ব করি দেশ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে ওসমানীনগরে বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক ফোরাম “ফ্রেন্ডস ফোরাম” এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দৈনিক যায়যায়দিন পত্রিকাকে সামনের দিকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে সিলেটের ওসমানীনগরে ফ্রেন্ডস ফোরামের যাত্রা শুরু করা হয়েছে৷ ০১ জুন (শনিবার) সকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক যায়যায়দিনের পাঠক,শুভাকাঙ্ক্ষী, সংস্কৃতিসেবীদের নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক দিলীপ কুমার চক্রবর্তীকে আহবায়ক, এবং মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বশির মিয়াকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটিতে আরো রয়েছেন যুগ্ম আহবায়ক ডা: মুকুন্দ লাল নাথ, কওছর আহমদ, আনার মিয়া। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার,মো: সাকলাইন মোস্তাক। কমিটির সদস্যরা হলেন- সুলেমান মিয়া, লিমন দাস, সালমান শাহ,রুহেল খান,সাধন সরকার,মো: শামীম আহমদ খান,শাহজাহান গাজী, আতহার আলী, রবিউল ইসলাম মাছুম, মাসুক মিয়া, আব্দুল আজিজ,মো: শাহজাহান,হাবিবুর রহমান,রুহুল আমীন। এদিকে দৈনিক যায়যায়দিন পত্রিকার “ফ্রেন্ডস ফোরাম” এর ওসমানীনগরের আহবায়ক কমিটি গঠনকালে উপস্থিত কমিটির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ওসমানীনগরে দৈনিক যায়যায়দিন পত্রিকা যেভাবে পাঠকের কাছে একটি জনপ্রিয় পত্রিকা ছিল। আমরা চাই ফ্রেন্ডস ফোরামের মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকা পূর্বের ন্যায় ওসমানীনগরে আবারও প্রান ফিরে আসবে। এই পত্রিকাটি জনগণের কথা বলবে এবং অন্যায়ের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে।