নিজস্ব প্রতিবেদক::দেশ ও সমাজকে তামাক মুক্ত করতে মানুষকে তামাকের ক্ষতিকারক দিকের ব্যাপারে জনসচেতনা সৃস্টি করকে হবে। বিশেষ করে উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সকলের সহযোগীতা ও জনসচেতনতার বিকল্প নেই। তামাক সেবনের ফলে মানুষের শরীরে নিকটিন প্রবেশে ক্যান্সার সহ নানা ভাবে মানুষের দেহের মারাত্বক ক্ষতি করে। আর এর প্রভাবে দেশে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। নিজ নিজ এলাকাকে তামাকমুক্ত রাখতে স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালিত করতে হবে। আজ শুক্রবার বিকেল তিনটায় ওসমানীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপচেলা মিলনায়তনে উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ ও বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মইনুল আহসান, স্যানেটারী ইন্সপেক্টর শের আলী, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, আনসার বিডিপি কর্মকর্তা আবু সাঈদ, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, প্রধান শিক্ষক বিজয় দেব সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।