বালাগঞ্জ উপজেলা নির্বাচনে মফুর ও আনহারের অস্তিত্বের লড়াই

বালাগঞ্জ উপজেলা নির্বাচনে মফুর ও আনহারের অস্তিত্বের লড়াই

নিজস্ব প্রতিবেদক:: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে সিলেটের বালাগঞ্জে প্রার্থীদের মধ্যে বেড়েছে ব্যস্ততা। নির্বাচনে চেয়ারম্যান পদে কাগজে-কলমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক আনহার মিয়া ও জেলা যুবলীগের সহ-সভাপতি সামস উদ্দিন সামস সহ তিনজন প্রতিদ্বন্দ্বীতা করলেও মূলত লড়াই হবে একই রাজনৈতিক দলের প্রার্থী সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে। বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর কাপ পিরিচ মার্কা নিয়ে নিজের দলীয় সহকর্মী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়ার আনারস মার্কার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ ভোটাররা। নির্বাচনের ফলাফল নিজ নিজ পক্ষে আনতে কোমর বেঁধে মাঠে নেমেছেন আওয়ামী লীগের হেভিওয়েট এ দুই প্রার্থী।
৩য় ধাপে বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ৬টি ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নেতাকর্মী ও সাধারণ ভোটারদের নিয়ে প্রার্থীরা মিছিল, মিটিং সহ উঠান বৈঠকে যোগাযোগ অব্যাহত রেখে তাঁদের অবস্থান জানান দিচ্ছেন। নির্বাচন ঘিরে পোস্টার, বিলবোর্ডে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান। এ ছাড়া হাট-বাজার, চায়ের দোকান ও বিভিন্ন মহলের আড্ডায় জমে উঠেছে নির্বাচনী আলোচনা। সবার প্রশ্ন একটাই কে হচ্ছেন উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান। ভোটার এবং সমর্থকরা বলছেন বালাগঞ্জের সকল নেতাকর্মী দুই বলয়ের মাঝে সীমাবদ্ধ। তবে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমাস মফুর ক্লিন ইমেজের পাশাপাশি সকল শ্রেণিপেশার মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা। অন্যদিকে সদ্য পদত্যাগকারী বোয়ালজুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া কর্মীবান্ধব নেতার পাশাপাশি সালিশি ব্যক্তিত্ব, উপজেলা ক্রীড়া উন্নয়নসহ নতুন প্রজন্মের কর্মী সহ দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আপদে বিপদে পাশে থাকেন তিনি। সবকিছু মিলিয়ে বালাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন এবার আবেগ আর বিবেকের পাশাপাশি অস্তিত্বের লড়াইয়ে জমে উঠেছে।
আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৩৬টি কেন্দ্রের ২২০টি ভোট কক্ষে ৯৭,৩১৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নিজের পছন্দের প্রার্থী নির্বাচিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *