কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি::মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের অভিযানে সেজু মিয়া (৩০) নামে প্রতারনা মামলায় ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (১৫ মে) রাতে উপজেলার শমশেরনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই ইউনিয়নের রাধানগর এলাকার মুক্তার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের শমশেরনগর এলাকায় অভিযান চালিয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় দায়ের করা প্রতারনা মামলার (সিআর মামলা-৬৪-২০২৩) ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী সেজু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় ওয়ারেন্টভুক্ত আরেক আসামি হেপি বেগম পলাতক রয়েছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।