নিজস্ব প্রতিবেদক:: একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান। কিংবা, বিশ্বস্ত বন্ধুত্ব হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো। যে তা খুঁজে পেলো, সে একটি গুপ্তধন পেলো।” এমনই বন্ধুত্বের টানে ওসমানীনগরের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান তাজপুর ডিগ্রী কলেজের- ২০১৪ এইচএসসি ব্যাচের বন্ধুরা মিলে ১১ মে (শনিবার) একটি আনন্দ ভ্রমণের আয়োজন করে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি ‘চা’ কন্যার দেশ শ্রীমঙ্গলের কমলগঞ্জে অবস্থিত জাতীয় উদ্যান লাউয়াছড়ার মায়াবী বনভূমিতে আনন্দ ভ্রমণ করে। ভ্রমণে বিরল প্রজাতির গাছগুলো দেখে বিমুগ্ধ হয় তাদের মন। বাস’যোগে বৃষ্টিস্নাত দুপুরে ভ্রমণের আনন্দ বাড়িয়ে দেয় সবার একসাথে কুশল বিনিময়ে। ভ্রমণ যাত্রায় অন্যতম আনন্দের উপলক্ষ্য ছিলো হাড়ি ভাঙা খেলা ও মোরগের লড়াই। তখন কিছু সময়ের জন্য সব বন্ধুরা মিলে হারিয়ে যায় শৈশবের দুরন্তপনায়। এ এক অন্যরকম ভালবাসাময় সময় ছিলো। নজর কারে তাদের সাদা রঙের টিশার্ট, যেখানে স্পষ্ট ফুটে উঠে তাজপুর ডিগ্রী কলেজের এইচএসসি ব্যাচের পরিচিতি। বেলা গড়িয়ে বিকেল হলে, তারা ভ্রমণ করে শ্রীমঙ্গলের অন্যতম বিনোদন কেন্দ্র বধ্যভূমি’৭১ পার্কে। তখন শ্রদ্ধাভরে স্বরণ করে আমাদের মহান শহীদের।আনন্দ ভ্রমণে প্রবাসে থাকায় ২০১৪ ব্যাচের অনেক বন্ধুরা অনুপস্থিত থাকে, তবে না থেকেও তারা ছিলো ভ্রমণে স্মৃতিতে- সকলের হৃদয়ে ওগল্পে। এই আনন্দ ভ্রমণে প্রবাসী বন্ধুরা করেন আর্থিক সহযোগিতা। এইচএসসি ব্যাচ ২০১৪ এর আগামীতে অনেক পরিকল্পনা রয়েছে, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা বৃক্ষরোপণ সহ মানবিক বিভিন্ন কাজ নিয়ে পরিকল্পনা ব্যাপক পরিকল্পনা গ্রহন করা হয়।