রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে ওসমানীনগরে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের উদ্যোগে বিভিন্ন প্রজেক্টের উদ্বোধন ঈদপূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বিকাল টা পর্যন্ত উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামে ৩টি প্রজেক্টের উদ্বোধনশেষে ক্লাবের পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ পি এইচ এফ এর বাসভবনে ঈদ পুনর্মিলনী আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শনিবার দুপুর সাড়ে ১২টায় চিন্তামনি দাওয়াতুল ঈমান মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণ, বেলা ১টায় হতদরিদ্র গৌরী ধরকেপ্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ঘরের চাবি হস্তান্তর, বেলা টায় দিন মজুর সুয়েবুর রহমানকে প্রায় ত্রিশ হাজার টাকাব্যয়ে স্থানকৃত টিইউবয়েল হস্তান্তর করা হয়।

ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট ডাক্তার তানভিরুল আরেফিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিতছিলেন, পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, পাষ্ট ডিস্ট্রিক্ট গভর্নর লেঃ কঃ (অবঃ) রোটারিয়ান এম আতাউররহমান পীর, পাষ্ট ডিস্ট্রিক্ট ফাষ্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ানমোহাম্মদ নুরুল আলম, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ গোলাম কিবরিয়া, ভিক্টোরিয়াহাসপাতালের এমডি মোঃ হানিফ আহমদ, রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শফিক আহমদ শফি, ওসমানীনগর প্রেসক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান জুবেল আহমদ সেকেল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি দেলওয়ার হোসেন, পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ানপিপি বিধূ ভোষন চক্রবর্তী, রোটারিয়ান পিপি আব্দুল হাফিজ এডভোকেট, রোটারিয়ান পিপি প্রফেসর জাকির আলী, প্রেসিডেন্টইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, রোটারিয়ানবদরুজ্জামান চৌধুরী, রোটারিয়ান আনোয়ার হোসেন, জালালাবাদ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার আহমদ, রোটারিয়ান ডাঃ সাকির আহমদ শাহীন, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা বুলবুলআমিন, তহুর আলী, আলমাছ খান, দিলওয়ার হোসেন শাহিন, নাজির বাজার দারুল কোরআন মাদ্রাসা উম্মাহাতুল মুমিনিনমহিলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা জাহিদ হাসান, দয়ামির মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা হোসাইনআহমদ দেওবন্দি হুজুর, খাগদিয়র ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল মতিন, সিনিয়র শিক্ষক হযরতমাওলানা মোহাম্মদ সিকন্দর, চিন্তামনি দাওয়াতুল ঈমান মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজ ইয়াহিয়া খান, শিক্ষকমনোয়ার হোসেন মান্না, হাফিজ মাওলানা মিজানুর রহমান, হযরত মাওলানা জাকারিয়া আহমেদ, প্রধান খালেদ হোসেন, ঈমামহযরত মাওলানা আব্দুল জলিল হেলালী, সমাজ সেবক হেলাল আহমদ, যুব নেতা রাব্বি আহমদ, নেওয়াজ খান, রিজান আহমদসানি। অনুষ্ঠানে পাষ্ট ডিস্ট্রিক্ট ফাষ্ট লেডি রোটারিয়ান ফিরোজা রহমান পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদেরসহধর্মীনি খন্দকার নাজমা বেগমের হাতে উপহার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *