জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার মাসব্যাপী সহীহ কোরআন শিক্ষার পুরস্কার বিতরণী ও সমাপনি সম্পন্ন হয়েছে।
রবিবার ০৭ এপ্রিল দুপুর ২টায় এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা’র হলরুমে ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার সভাপত্বি আত্তর আলীর সভাপতিত্বে ও মাওলানা শাহাদাত হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুল। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা’র প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বাবুল, বিশিষ্ট মুরব্বি মো. মজর আলী, ইউপি সদস্য জসিম উদ্দিন। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক মো. কনা মিয়া, সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক মেহেদী হাসান মানিক, ফখরুল ইসলাম, আব্দুছ ছত্তার, হবিব আলী, ক্বারী আব্দুছ ছবুর, ক্বারী ইমাদ উদ্দিন, ক্বারী আবু রায়হান, হাফিজ আব্দুর রহমান, শিপলু মিয়া, ক্বারী ইসহাক আলী প্রমুখ।
দারুল ক্বিরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্টে এম এ মুছাওয়ীর দাখিল মাদরাসা শাখার পরিক্ষার ফলাফল জামাতে সূরা ক-শাখা ২০জন শিক্ষার্থী জিপিএ-৫, জামাতে সূরা খ-শাখা ১৭জন শিক্ষার্থী জিপিএ-৫, জামাতে আউয়াল ১১জন শিক্ষার্থী জিপিএ-৫ ও জামাতে ছানী ৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।