আল-খলিল কুরআন শিক্ষা বোর্ড প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাহমিদের প্রথম স্থান লাভ

আল-খলিল কুরআন শিক্ষা বোর্ড প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাহমিদের প্রথম স্থান লাভ

এম রাজু আহমেদ:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর এলাকার দরগাবাজার ভোলাডহর জামে মসজিদ সেন্টারে আল-খলিল কুরআন শিক্ষা বোর্ডের মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল আজ বিকেলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেন্টারের সর্বোচ্চ জামাতে রাবেতে প্রথম পুরস্কার গ্রহণ করে সাপ্তাহিক বড়লেখা পত্রিকার সম্পাদক এম. এম আতিকুর রহমানের প্রথম পুত্র আরকে লাইসিয়াম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র তাহমিদ আল মাহদী, দ্বিতীয় হয়েছে মাসুমা আক্তার এবং তৃতীয় স্থান লাভ করে তাওহীদ আল মাহী।
আন-নাজাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় মসজিদ কমিটির সেক্রেটারি ব্যাংকার আব্দুর রউফ এর পরিচালনায় ও মসজিদ কমিটির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন দরগাবাজার শাহী ঈদগাহ কমিটির সাবেক সভাপতি প্রবীণ মুরব্বি আব্দুর রহিম, সাপ্তাহিক বড়লেখার প্রতিষ্ঠাতা সম্পাদক এম. এম আতিকুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ উল্লাহ, পরিষদের সেক্রেটারি শিক্ষক এম.এ হাসান প্রমুখ।

ভোলাডহর জামে মসজিদে আন নাজাত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণের পুরষ্কার বিতরন ও ইফতার মাহফিলে এলাকার তরুণ যুবকদের সুন্দর ব্যবস্থাপনা এবং মুরব্বিদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করে মোনাজাত করেন হাইটেক ইসলামি একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *