নিজস্ব প্রতিবেদক :: পবিত্র রমজান উপলক্ষে চিন্তামনি দাওয়াতুল ঈমান মাদ্রাসায় মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের মধ্যে ঈদের পোশাক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ জুমআ ওসমানী নগর উপজেলার চিন্তামনি দাওয়াতুল ঈমান মাদ্রাসায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও মাদ্রাসার সমন্বয়কারী রোটারিয়ান শাহ জামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওসমানীনগরের কৃতি সন্তান খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউ কে এর সহ সভাপতি, যুক্তরাজ্যের করবী সিটি কাউন্সিলের সাবেক সফল মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান আছকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যতম উপদেষ্টা, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ।
সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন ওস্তাদ মাওলানা জাকারিয়া আহমেদ, তারানা পেশ করেন ওস্তাদ হাফিজ মাওলানা মিজানুর রহমান।
অনুষ্টানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন শিক্ষক মোঃ মনোয়ার হোসেন মান্না।
উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা চিন্তামনি বাইতুন নুর জামে মসজিদের সাবেক মোতওয়াল্লী সুলেমান আলী, লয়লু খান, রেজুয়ান খান, আব্দুল মুমিন, ফরহাদ আহমদ দিপু, সুফিয়ান খান, আব্দুল হাই,আব্দুল হান্নান,খবির খান, আবুল কালাম, আব্দুল মালিক, আলতাব হোসেন, নিজাম উদ্দিন প্রমূখ।
অনুষ্টানে যুক্তরাজ্যস্হ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুরা কমিটির সদস্যদের পক্ষ থেকে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয় এবং ও বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে পুরুষ্কার তুলেদেন অতিথি বৃন্দ।
উল্লেখ্য, সুরা কমিটি রমজান মাসে ছাত্র ছাত্রীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মুজিবুর রহমান আছকিরের থেকে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের পড়ালেখার মান উন্নয়নে নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্টানে দেশ বিদেশের সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়াহিয়া খান।