খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজকল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল

খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজকল্যাণ সংস্থার দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক :: রহমত মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানে মহান আল্লাহতায়ালার নৈকট্য ও করুণালাভে খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোঃ ইনাম মিয়ার পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজকল্যাণ সংস্থা শেরপুর শাখায় আয়োজনে শেরপুর খছরুপুরে গত শুক্রবার এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি আবুল মিয়ার সভাপতিত্বে ও খোলাফায়ে রাশেদিন ইসলামি সমাজকল্যাণ সংস্থা শেরপুর শাখার পরিচালক মোঃ আনোয়ার আহমদের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে ছিলেন, বিশিষ্ট শালিস ব্যাক্তিত্ব ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, ডাঃ আব্দুর রব, অক্সফোর্ড কারিগরি ট্রেনিং স্কুলে প্রতিষ্টাতা মাজহারুল ইসলাম, জাতীয় মানবাধিকার ইউনিটি সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, সালিশ ব্যাক্তিত্ব নিজাম উদ্দিন সিদ্দিকী, সমাজ সেবক হাজী ইরান উদ্দিন সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ইফতার মাহফিলে দেশ জাতির মঙ্গল কামনা ও আয়োজকদের সকল মুরদেগানের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইসলামপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব হাফিজ মাওলানা জহির উদ্দিন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *