নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমিন্ত্রর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন তখন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া জুঝতে পারেননি ডিজিটাল বাংলাদেশ কি। আজ বাংলাদেশ ডিজিটাল হয়েছে। অফিস আদালত সর্বত্রই কম্পিউটার ব্যবহার হচ্ছে।
আজ(৫ এপ্রিল) শুক্রবার বিকেলে ওসমানীনগরের উমরপুরে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে চেতনায়-৭১ তরুন সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধরের সভাপতিত্বে এবং চেতনায়-৭১ তরুন সংঘের সভাপতি মতিউর রহমানের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সহ সভাপতি হারুন মিয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম নাইমুল হাসান, আওয়ামী লীগ নেতা শাহ নুরুর রহমান সানুর, ফেরদৌস খান, তোফাজ্জুল হোসেন, জালাল উদ্দিন ছইল, মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবীর প্রমূখ।