বালাগঞ্জ(সিলেট)প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জ উপজেলার সোনাপুর পুরাতন জামে মসজিদ ইসলামী যুবসংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১এপ্রিল সোনাপুর পুরাতন জামে মসজিদ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামী যুবসংঘের সভাপতি আতাউর রহমান কাওছার’র সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আলিমুন ইসলামের সঞ্চালনায় এতে স্থানীয় শতাধিক মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এসময় মুসল্লীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবিণ আলেম মাওলানা মুজাম্মেল আলী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তজম্মুল হোসেন জনি, কালীবাড়ি বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম, আলহাজ্ব রফাত-আছিয়া ইবতেদায়ী মাদরাসার শিক্ষক মাওলানা ক্বারি আং ওয়াহিদ, মসজিদ কমিটির সহ-সভাপতি রাজা মিয়া, সাধারণ সম্পাদক মতছির আলী মুন্না , কোষাধ্যক্ষ মুশাহিদ আলী, সদস্য মোফাজ্জল হোসেন, মাওলানা জুনায়েদ আহমদ তালুকদার, মাওলানা ফেরদাউস আলী, সুহেল মিয়া,মুজাহিদ মিয়া, সমজুল মিয়া,হাকিম মিয়া,ময়নুল ইসলাম, কালা মিয়া, সংগঠনের সহ-সভাপতি খালেদ আহমদ, আলাল মিয়া, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম মাছুম, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক তাজিদ হোসেন, মাহিন হোসেন, মিজান, হাসান, সুফিয়ান, তাহের, সৌরভ, তানভীর, সায়িম, ইকবাল, সুমেল, রুমেল, সিরাজুল সহ সদস্যবৃন্দ। পরে দেশ-বিদেশে থেকে উক্ত মাহফিলে সহযোগিতা করায় এবং দেশ ও জাতির কল্যাণ কামণায় দোয়া পরিচালনা করেন সোনাপুর পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মিজানুর রহমান সাইফ।