নিজস্ব প্রতিবেদক :: ওসমানীনগর উপজেলা প্রথম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোজাহারুল ইসলামের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ এ বদলি জনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ(২৮ মার্চ) বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আরএমও ডাঃ আইরিন আক্তারের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ডাঃ মোহাম্মদ মোজাহারুল ইসলাম।
বক্তব্য রাখেন ডাঃ সাবিকুন নাহার, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুকিত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান, মেডিকেল সহকারী ডাঃ টুকন কুমার, কেন্দ্র পরিদর্শক শের আলী, হাসপাতাল প্রধান সহকারী রফিক হোসেন, সিনিয়র স্টাফ নার্স কামাল মিয়া, মাঠ কর্মী নীলমনি পাল, আমিনুর রহমান, রসরাজ দাস।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ, গীতা পাঠ করেন সুনির্মল চক্রবর্তী। উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মতিন, মো. কয়েছ মিয়া প্রমুখ।