কানাইঘাটে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো

কানাইঘাটে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়লো

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নে আগুনে পুড়ে গেছে গ্যারেজে রাখা মিনি ট্রাক ও অটোরিক্সা সিএনজি গাড়ী। এ ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি গ্যারেজে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন পুড়ে যাওয়া টাটা মিনি ট্রাকের মালিক পৌরসভার নিজ চাউরা দক্ষিণ গ্রামের অলিউর রহমানের পুত্র সেলিম আহমদ।
জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে সেলিম উদ্দিনের মালিকানাধীন সিলেট মেট্রো-ন-১১-২১৩১ টাটা পিকআপ গাড়ীর চালক স্থানীয় দুর্গাপুর গ্রামের ফয়সাল আহমদ ইউনিয়ন পরিষদের সামনে জাকির আহমদ এর গ্যারেজে গাড়ী রেখে বাড়ি চলে যান। গ্যারেজে আরো একটি অটোরিক্সা সিএনজি গাড়ী রাখা ছিল। সেহরির শেষ দিকে রাত সাড়ে ৪টার দিকে কে বা কাহারা টাটা মিনি ট্রাক ও সিএনজি গাড়ীতে আগুন ধরিয়ে দিলে আশপাশের লোকজন আগুন নেভার চেষ্টা করে ব্যর্থ হন, গাড়ী দু’টি পুড়ে যায়। তবে মিনি ট্রাকের মালিক সেলিম উদ্দিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার ১৬ লক্ষ টাকা মূল্যের গাড়ীটি অজ্ঞাতনামা আসামীরা পুড়িয়ে দিতে পারে।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন থানার এস.আই সোহেল মাহমুদ। তিনি বলেন, কিভাবে গ্যারেজে আগুন লেগে দু’টি গাড়ী পুড়ে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *