জুড়ীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু 

জুড়ীতে বিদ্যুৎ পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু 

এম রাজু আহমেদঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংকটাপন্ন অবস্থায় পরিবারের অপর শিশুকে গুরুতর আহত অবস্থায়  সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার  জন্য প্রেরন করা হয়েছে।

নিহতরা হলেন উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামের বাক প্রতিবন্ধী  ফয়জুর রহমান তার  স্ত্রী শিরিন বেগম, বড় মেয়ে সামিয়া (১৬), মেঝ মেয়ে সাবিনা (১৩) ও ছেলে সায়েম (৮)। গুরুতর আহত অপর মেয়ে সোনিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জানা যায়, আজ মঙ্গলবার রাত ২ টা থেকে এই এলাকায় অনেক ঝড়, তুফান হয়। এ সময় বিদ্যুৎ ছিল না। পেশায়  ঠেলা চালক ফয়জুর রহমানের বসতঘরের ছাউনির টিনের উপর ৩৩০০ কেভির হাই ভোল্টের  পল্লী বিদ্যুতের একটি তার ছিড়ে পড়ে ছিল। সেহরীর পর সাড়ে ৪টার দিকে বিদ্যুৎ  আসলে তাদের ঘরে শর্ট করার কারনে সবাই পুড়ে মারা যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিস খবর দিলে তাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে ও ৫ জনের লাশ উদ্ধার করে এবং অপর সদস্য শিশুকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়।

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম বলেন,

দিনমজুর ঠেলা চালক ফয়জুল রহমান বোবা এবং শ্রবন প্রতিবন্ধি হলেও সহজ সরল মানুষ ছিলেন।

তাদের পরিবার পূর্ব জুড়ী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা বর্তমানে গোয়ালবাড়ী ইউনিয়নে  বসবাস করেন। এলাকার সবাই তাদের পরিবারের এই করুন মৃত্যুতে শোকাহত।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *