দোয়ারাবাজারে ২৪ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

দোয়ারাবাজারে ২৪ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

দোয়ারাবাজার প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় ২৪ বোতল মদ সহ জুয়েল মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের এক বিশেষ অভিযান চালিয়ে মদ সহ জুয়েলকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশ।
আটককৃত মাদক কারবারি উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের মো. আহাদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে দোয়ারাবাজার থানার এস আই মোহাম্মদ আবুল বাশার ও এ এস আই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের মাদককারবারী জুয়েল মিয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে ২৪ বোতল এসি ব্ল্যাক মদ জব্দ করা হয়। এসময় জুয়েল মিয়াকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি  মো: বদরুল হাসান মদ সহ মাদক ব্যবসায়ী জুয়েলকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে আটককৃত মাদক ব্যসায়ীর  বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *