মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই’র এফআইআর দায়ের

মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই’র এফআইআর দায়ের

বাংলা ভিউ ডেস্ক:: তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সিবিআই। ১৯ মার্চ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। বরখাস্ত হওয়া তৃণমূল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুতর বলেও নির্দেশিকায় উল্লেখ করে লোকপাল। সেখানে মহুয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার উল্লেখ করে বলা হয়েছে, ‘‘আমরা সিবিআইকে ২০(৩-এ) ধারার অধীনে অভিযোগের সমস্ত দিক নিয়ে তদন্ত করতে নির্দেশ দিচ্ছি। এই নির্দেশ পাওয়ার দিন থেকে ছ’মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে। সেই সঙ্গে সিবিআই প্রতি মাসে তদন্তের অগ্রগতির পর্যায়ক্রমিক প্রতিবেদনও দাখিল করবে।’’ সমাজকর্মী অন্না হজারের আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসনে দুর্নীতি বন্ধ করতে ২০১৩ সালে লোকপাল বিল পাশ হয়েছিল ভারতীয়  সংসদে। সাংসদদের বিরুদ্ধে তদন্তের অধিকারও রয়েছে লোকপালের। বর্তমানে লোকপালের চেয়ারম্যান হলেন বিচারপতি প্রদীপ কুমার মহান্তি। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ তিনি এক শিল্পপতির থেকে টাকা ও দামি উপহার নিয়ে তাঁর ব্যবসায়িক স্বার্থরক্ষায় সংসদে প্রশ্ন করেছিলেন। দুই, ওই শিল্পপতিকে সংসদের ওয়েবসাইটের লগ-ইন পাসওয়ার্ড শেয়ার করেছিলেন মহুয়া।

গত বছর নভেম্বরে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই দাবি করেছিলেন, তাঁর অভিযোগের ভিত্তিতে মহুয়ার বিরুদ্ধে প্রশ্ন-ঘুষকাণ্ডের সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। যদিও বক্তব্য না শুনেই লোকসভার এথিক্স কমিটি তাঁকে একতরফা ভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বলা দাবি করেছিলেন মহুয়া। গত ৮ ডিসেম্বর সেই সিদ্ধান্ত লোকসভায় পাশ হয়ে যায়। লোকসভা থেকে বহিষ্কার হওয়ার পর তৃণমূলের এই দাপুটে নেত্রী বলেছিলেন, ‘আমি এর শেষ দেখে তবে ছাড়ব।’ লোকসভার আগে লোকপালের সিবিআই তদন্তের নির্দেশে রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে তৃণমূল।

সূত্র : এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *