বালাগঞ্জ(সিলেট)প্রতিনিধি:: উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সিলেটের বালাগঞ্জকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ নুরুল ইসলাম জিতু।
তিনি বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ঘোষণা দিয়েছে। আর দেশের গুরুত্বপূর্ণ উপজেলার একটি হচ্ছে শীতল পাটি খ্যাত বালাগঞ্জ উপজেলা। কুশিয়ারা বিধৌত এ অঞ্চলে স্থানীয়ভাবে তেমন কোন উন্নয়ন নেই। তাই এই অঞ্চলের রাস্তাঘাট , শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যপক উন্নয়নের দাবি রাখে। স্মার্ট নাগরিক আর স্মার্ট সমাজ গড়তে হলে স্মার্ট নেতৃত্ব প্রয়োজন।
রোববার দুপুরে তার নিজ গ্রাম বোয়ালজুরের বাণীগাও গ্রামে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময়ে এসব কথা বলেন।
শুয়াইবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শামিম আহমদ, সহ সভাপতি আং শহিদ, এস এম হেলাল, সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ জাকির আহমদ, সদস্য তারেক আহমদ, সাংবাদিক আমির আলী ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার, সাবেক মেম্বার মজনু মিয়া, ছাত্রলীগ নেতা শেখ রাহিম মিয়া।