নিজস্ব প্রতিবেদক:: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনার ব্যবহৃত মোটরসাইকেলটি চোর চক্র তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে। গতকাল( ১২ মার্চ) মঙ্গলবার রাতে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেট জামে মসজিদের নিচতলায় মার্কেটের বারান্দা থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চুরেরা। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন সাংবাদিক আনোয়ার হোসেন আনা।
জানা যায়, সাংবাদিক আনোয়ার হোসেন আনা উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসেছিলেন। তারাবির নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান তার ১২৫ সিসির সিলেট-হ ১৪-৭২৯৪ বাজাজ ডিস্কোভার মোটরসাইকেলটি নির্দিষ্ট স্থানে নেই। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক সাংবাদিকের মোটরসাইকেল চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনা নিয়ে কাজ করছি।