মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে :: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ২০২৪ খ্রীস্টাব্দের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা আনন্দঘন পরিবেশে ব্যাপক আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়েছে । রবিবার (১০ মার্চ ) বিকেলে পূর্ব লন্ডনের একটি সেন্টারের হল রুমে গ্রেইটবৃটেনে বাংলা গণমাধ্যমে রিপোর্টার্সদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমেদ উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ টিভির লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইসি কমিটির দায়িত্বশীল কর্মকর্তা ও সদস্য আলোচনায় অংশ নেন । উক্ত সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে বেশকিছু গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির অন্যতম সহ সভাপতি জগন্নাথপুর টাইমস এর সম্পাদক মো. সাজিদুর রহমান , সহ সাধারণ সম্পাদক ইউকে বাংলা গার্ডিয়ানের ম্যানেজিং এডিটর মুহাম্মদ সালেহ আহমদ , সহ সাধারণ সম্পাদক আজকের সিলেটের আজিজুল আম্বিয়া, কোষাধ্যক্ষ ইউকে বাংলা গার্ডিয়ানের এসিসট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল ইসলাম , সহ কোষাধ্যক্ষ বাংলাভিউ এর লন্ডন প্রতিনিধি মির্জা আবুল কাশেম , অর্গেনাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি বিশ্ববাংলানিউজ২৪ এর আব্দুল বাছির , ইভেন্ট এন্ড ফেসিলিটিজ সেক্রেটারি হবিগন্জ এক্সপ্রেসের এ রহমান অলি , সাবেক সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য ডেইলী উত্তরপূর্বের যুক্তরাজ্য প্রতিনিধি প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী , ফাউন্ডার সভাপতি ও কার্যকরী কমিটির সদস্য ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান ও বিশ্ববাংলানিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান প্রমুখ৷