আল কাওছার ইসলামী যুব সমাজ’র পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

আল কাওছার ইসলামী যুব সমাজ’র পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধিপ্র:: তিনিয়ত রাস্তা, খেলার মাঠ-হাট-বাজার  ভবনের বাইরে বিভিন্ন ধরনের ময়লা-আর্বজনা, থুথু, পানের পিক, খাবারের প্যাকেট, বোতল, প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলায় পরিবেশ দূষিত হচ্ছে। ফলে বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এলাকার সৌন্দর্য্যহানিও ঘটছে। পরিস্কার-পরিচ্ছন্ন একটি এলাকা এলাকাবাসীর মর্যাদা বৃদ্ধি করে। আঙিনা পরিষ্কার রাখার ব্যাপারে রাষ্ট্রের বিশেষ বিধিমালা রয়েছে। ধর্মেও রয়েছে বিশেষ নির্দেশনা। নবীজি (সা.) ইরশাদ করেন, ‘নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তিনি পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতা পছন্দ করেন। অতএব তোমরা তোমাদের আশপাশ পরিচ্ছন্ন রাখ।’ (তিরমিজি)।
আজ সোমবার(১১ মার্চ ) সকাল ১১টায় বালাগঞ্জের বোয়ালজুরে আল-কাওছার ইসলামী যুব সমাজের   আয়োজনে  কালীবাড়ি বাজার  ও এর চারপাশের রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করা  কর্মসূচি থেকে সকলের প্রতি আহবান জানিয়ে বলা হয় খাদ্যদ্রব্য ও ব্যবহৃত পন্যসামগ্রীর প্যাকেট এবং প্লাস্টিকের বোতল যত্রতত্র না ফেলা, থুথু, পানের পিকসহ ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে ময়লার পাত্র ব্যবহার, বাড়ি, প্রতিষ্ঠান ও দোকানের সামনে নিজ দায়িত্বে পরিস্কার রাখা, জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে ড্রেন  ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, ময়লার পাত্র না থাকলে নিরাপদ স্থানে ময়লা-আবর্জনা ফেলা,  যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অভ্যস্ত করার অনুরোধ করেন।
আয়োজকরা বলেন, এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।  আমরা আমাদের হাট-বাজারকে একটি আদর্শ পরিস্কার পরিচ্ছন্ন বাজার হিসাবে গড়ে তুলতে চাই। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম পদক্ষেপ এ অভিযান পর্যাক্রমে চলবে পুরো এলাকা জুড়ে।
সংঘের সভাপতি বিলাল আহমদ তালুকদারের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী অক্সফোর্ড ট্রেনিং স্কুলের চেয়ারম্যান ফারুক আহমদ তালুকদার। এছাড়া  বক্তব্য রাখেন, কালীবাড়ি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও সংঘের সদস্য ক্বারি মো:আব্দুছ ছত্তার, সংঘের সহ-সাধারন সম্পাদক কাজি সাইফুল ইসলাম সুজন, উপস্থিত ছিলেন সংঘের সাধারণ সম্পাদক শামিম আহমদ, কোষাধ্যক্ষ ওলিউর রহমান, সহ-কোষাধক্ষ্য সিরাজ মিয়া সদস্য সুলতান মিয়া, সাংবাদিক এ,আর (কাওছার) শাহ সিপু,সৈয়দ মিজান আলি,রেজাউল হক,খালেদ আহমদ, সংঘের সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন,ধর্ম, রাষ্ট্র, সমাজ বা ব্যক্তি- সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতা গুরুত্বপূর্ণ বিষয় মনে করা হয়। মানুষের সুখের মূল হলো সুস্থ দেহ এবং সুস্থ মন। দেহের সুস্থতা ও মনের সুস্থতার জন্য অত্যাবশ্যক হলো পরিচ্ছন্নতা ও পবিত্রতা।
পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে যদি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, নিজের দেহের পরিচ্ছন্নতা, বাড়ির আঙিনার পরিচ্ছন্নতা নিশ্চিত করি তাহলে পরিচ্ছন্ন হয়ে যাবে আমাদের দেশ আর স্বচ্ছ হবে পরিবেশ। সর্বোপরি রাসুল (সা.)-এর সুন্নত পালন হবে। আল্লাহর রহমত ও ভালোবাসা মিলবে। দেশ পেয়ে যাবে সুস্থ-সবল জাতি।আর জাতি পাবে সুন্দর ও সুষ্ঠু পরিবেশবান্ধব সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *