ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি::সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ(১১ মার্চসো)সোমবার দুপুরে আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত সভাতে প্রধান শিক্ষক শিউলী রায়ের সভাপতিত্বে সহকারী শিক্ষক শংকর মোহন দত্ত সঞ্চানায় বক্তব্য দেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন,আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আনহার মিয়া,সহ সাধারণ সম্পাদক কবির আহমদ,আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক,সুব্রত তালুকদার,মরিয়ম খাতুন,সৈয়দা জেসি,অভিভাবক রাজিব ধর,মিতা মূখার্জি,ফারজানা বেগম,।
উপস্তিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকি দাশ,ফাতেমা বেগম, সুমাইয়া বেগম, পূর্নিমা ধর,ও শোভন মালাকার,অভিভাবক জুয়েল মিয়া,আশিক আহম,সমাজসেবক মীর্জা ইশরাম, মিজবাহ উদ্দিন ফারুক, আবু জাহের প্রমুখ।